Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

১।    আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের আত্নসামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। যেমন- সাধারণ আনসার প্রশিক্ষণ (১) মৌলিক প্রশিক্ষণ-সাধারণ আনসার পিসি (পুরুষ) (২) মৌলিক প্রশিক্ষণ-সাধারণ আনসার এপিসি (পুরুষ), (৩) মৌলিক প্রশিক্ষণ-সাধারণ আনসার (পুরুষ), (৪) মৌলিক প্রশিক্ষণ-সাধারণ আনসার (মহিলা) (৫) যুগপৎ প্রচলিত ও অপ্রচলিত যুদ্ধ প্রশিক্ষণ-সাধারণ আনসার (পুরুষ), (৬) সতেজকরণ প্রশিক্ষণ-উপজেলা কোম্পানী/প্লাটুন (পুরুষ ও মহিলা), (৭) উপজেলা/থানা কোম্পানী কমান্ডার সতেজকরণ প্রশিক্ষণ-সাধারণ আনসার (পুরুষ) ।

 

২।  ভিডিপি ও টিডিপি প্রশিক্ষণ- যেমন- (১) ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা), (২) টিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা), (৩) ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণ-ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, (৪) ডিজিটাল বাংলাদেশ ক্লাব সমিতি পূর্ণগঠন ও পরিচালনা প্রশিক্ষণ-(ভিডিপি পুরুষ/মহিলা)।

 

৩।   সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণকারী (২১,৪২,৪৯ দিন মেয়াদী) সদস্য-সদস্যাদের প্যানেল প্রনয়ন পুর্বক রেঞ্জ পরিচালক মহোদয়ের অনুমোদন সাপেক্ষে প্যানেল তালিকা ভুক্ত আনসার সদস্য-সদস্যাদের ৩ বছর মেয়াদী বিভিন্ন সংস্থায় অংগীভুত আনসার হিসেবে নিয়োগ করা হয়ে থাকে এবং সাধারণ আনসার সদস্যদের অভিজ্ঞতার ভিত্তিতে সাধারণ আনসার হতে এপিসি পদে এপিসি হতে পিসি পদে প্রশিক্ষণের সুযোগ রয়েছে । যাহা জেলা পর্যায় হতে আনসার ভিডিপি একাডেমী সফীপুর, গাজীপুর প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ করানো হয়ে থাকে ।

 

৪।      বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার বিক্রয় করা হয় এবং শেয়ার সার্টিফিকেট প্রদান করা হয় যাহার মাধ্যমে উক্ত সদস্য-সদস্যাদের মধ্যে একটি বাড়ী একটি খামার এর আওতায় লোন প্রদান করা হয় এই লোন গ্রহণ করে নিজেকে সাবলম্ভি করার লক্ষ্যে আত্মসামাজিক মান উন্নয়ন এর পাশাপাশি দরিদ্রতার হাত হতে রক্ষা পাচ্ছে । 

 

৫।      মূলত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি স্বেচ্ছাসেবী সংগঠন সরকারের প্রয়োজনে গুরুত্বপূর্ণ কাজে এ বাহিনী দায়িত্ব পালন করে থাকে । য়েমন- জাতীয় নির্বাচনে, আসন্ন শারদীয় দূর্গাপুজায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটিকর্পোরেশন নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদের অংগীভূত করা হয়ে থাকে । উক্ত সদস্য-সদস্যাদেরকে অংগীভূত কালীন সময়ে সম্মানী ভাতা প্রদান করা হয়ে থাকে ।